ফ্রিল্যান্সিং বর্তমান যুগের একটি জনপ্রিয় কর্মক্ষেত্র, যা ইন্টারনেটের মাধ্যমে করা যায়। ঘরে বসেই Computer বা Laptop ব্যবহার করে Graphic Design, Digital Marketing, Web Development ইত্যাদি কাজ করা যায়। অনেক তরুণ-তরুণী এখন Freelancing করে Self-dependent হয়ে উঠছে। এতে সময়ের স্বাধীনতা ও Income এর ভালো সুযোগ থাকে। Fiverr, Upwork ও Freelancer.com এর মতো Platform-এ কাজ পাওয়া যায়। শুরুতে কিছু Training ও Practice দরকার হলেও ধৈর্য আর পরিশ্রম থাকলে সফলতা সম্ভব। ফ্রিল্যান্সিং শুধু আয় নয়, এক ধরনের Global কাজের অভিজ্ঞতা।